ওসমানীনগরে কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা

61

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরে মোল্লাপাড়া হাজি আবদু মিয়া কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে গতকাল শনিবার সকালে প্রবাসী ছুরত মিয়ার নিজ বাড়িতে উমরপুর ইউনিয়বাসীকে নিয়ে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়ার সভাপতিত্বে ও সমাজসেবক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বক্তব্য রাখেন উমরপুর ইউ/পি চেয়ারম্যান রোটারিয়ান ফারুক আহমদ, সিলেট ক্যাম্বিয়ান কলেজের অধ্যক্ষ মাহমদ আলী, সাবেক চেয়ারম্যান ময়না মিয়া, মুক্তিযোদ্ধা ময়না মিয়া, নবনির্মিত কলেজের প্রতিষ্ঠা প্রবাসী ছুরত মিয়া, সৈয়দ নেছাওর আলী, ফেরদৌস খান, সিকদার মো: কিবরিয়া, আলহাজ্ব নছিব উল্ল্যা, সিকন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রিপন সূত্র ধর, হাজি গৌছ মিয়া, গফ্ফার সিকাদর, মফচ্ছির আলী মেম্বার, আখলু মেম্বার, জরিফ হোসেন আসান খাঁ, মাসুদ মেম্বার, নুর হোসেন মেম্বার, প্রবাসী কমিউনিটি নেতা মফতিল হোসেন, গৌছ মিয়া, আব্দুস সালাম মেম্বার, কাছন মিয়া, মানিক সিকদার, দবির মিয়া, হামদু মিয়া, লেবু মিয়া, সাদিকুর রহমান পুরকায়স্থ, খালিকুর রহমান, জমশেদ মিয়া, গিয়াস মিয়া, কাওছার আহমদ, নুরশেদ মিয়া, ডা: শফিকুর রহমান, ডা: আব্দুল খালিক পুরকায়স্থ, মানিক মিয়া, সেলিমুর রহমান, ইলিয়াস হোসেন লেফাছ, আশিক মিয়া, আজিজুর রহমান, রাসেল আহমদ, ইকবাল আহমদ, জাকির আহমদ, খালেদ মিয়া, সামাদ মিয়া, মাছুম আহমদ, মঈন উদ্দিন ঠিকাদার, দিলিপ বাবু, আবুল হোসেন, মজম্মিল আলী, ইয়াওর মিয়া, হারুন মিয়া, শিপু মিয়া, আছকির আলী প্রমুখ। উক্ত সভায় আগামী ২ ডিসেম্বরের ভিতরে কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগে সবাই ঐক্যমত পোষণ করেন। কলেজের জায়গায় মাটি ভরাটের কাজ শুরু হতে যাচ্ছে। নব নির্মিত কলেজটির নামকরণ করা হয়েছে মোল্লাপাড়া হাজি আবদু মিয়া কলেজ।  সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ নির্মাণে সব রকমের সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দাল মিয়া। বিজ্ঞপ্তি