সুনামগঞ্জের ভ্রাম্যমান আদালতে অভিযানে কারেন্ট জাল আটক

41

PIC-sunamgonj -01সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা বেগমের নেতৃত্বে পার্শ্ববর্তী সুরমা নদীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ৪৫টি অবৈধ কারেন্ট জাল (প্রায় ৬ হাজার মিটার) আটক করা হয়। গতকাল সোমবার সকাল ১১টায় এ অভিযান পরিচালনাকালে কোন অবৈধ মৎস্য নিধনকারীকে পাওয়া যায়নি। তারা ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস, ফিল্ড এসিসটেন্ট মো. আবুল এরফান সদর থানার পুলিশসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এ সময় উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২টায় আটককৃত কারেন্ট জালগুলো শহরের মল্লিকপুরস্থ মৎস্য অফিসের সামনে আগুন দিয়ে পুড়িয়ে ধবংস করা হয়।
এ ব্যাপারে সদর উপজেলা মৎস্য অফিসার সীমা রানী বিশ্বাস জানান,কিছু অসাধু মৎস্যজীবী রয়েছেন যারা সরকারের নীতিমালা অমান্য করে রাতের আঁধারে কিংবা সুযোগ বুঝে মৎস্য পোনা নিধন করছে। তাদের এ অপতৎপরতা বন্ধ করতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, পোনা মাছকে বড় হওয়ার সুযোগ না দিলে মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত হাওরের জেলা সুনামগঞ্জের মৎস্য সংরক্ষণের জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে যা যা করা দরকার সব কিছুই করা হবে।