এমসি কলেজে তারুণ্যের উৎসব পালিত : এই বিপ্লব আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হয়

1

এমসি কলেজ প্রতিনিধি

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে ৩৬ জুলাই: ছাত্র-জনতার বিপ্লব স্মরণে ফ্যাসিবাদ বিরোধী ‘তারুণ্য উৎসব-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার নানা আয়োজনে কলেজে এই উৎসব পালন করা হয়। সকাল ১০ টায় কলেজের শহীদ মিনারে মুরারিচাঁদ কলেজ পরিবার কর্তৃক পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে কলেজের ১০ তলা একাডেমিক ভবন প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোছাম্মৎ জেবিন আক্তারের সঞ্চালনায় ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ।
এসময় তিনি ৩৬ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রæত আরোগ্য কামনা করে বলেন, বিপ্লব কখনোই শেষ হয় না। যখন অন্যায়, জুলুম, এবং অত্যাচার মাথাচাড়া দিয়ে ওঠে, তখন তরুণরা তাঁদের বুকের তাজা রক্ত ঢেলে তার প্রতিবাদ করে। ২৪ এর আন্দোলনে হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতাকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। এই বিপ্লব আমাদের শিখিয়েছে কিভাবে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হয়। আর এই তরুণরাই আগামীর বাংলাদেশ। আমি বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা এই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গঠনে নিজেদের নিয়োজিত করবেন। এসময় তিনি আগামী বৃহস্পতিবারের মধ্যে মুরারিচাঁদ কলেজ থেকে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে আহত সকল শিক্ষার্থীর তালিকা তৈরি এবং তাদের সার্টিফিকেট প্রদানের জন্য দায়িত্বশীলদের নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর পান্না বসু, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মো. নজরুল ইসলাম। আর কোরআন তিলাওয়াত করেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিজানুর রহমান ও গীতা পাঠ করেন অর্থনীতি বিভাগের প্রভাষক মনীষা রানী দাস।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন ৩৬ জুলাই বিপ্লবে চোখ হারানো এমসি কলেজের সাবেক শিক্ষার্থী ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান।
এসময় আরও বক্তব্য রাখেন এমসি কলেজ ছাত্রদলের আহবায়ক সেলিম আহমদ সাগর, ছাত্রশিবিরের সভাপতি ইসমাঈল খান সৌরভ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক সুমিত কান্তি দাস পিনাক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহরাব হোসেন, গণতান্ত্রিক ছাত্র-কাউন্সিলের সংগঠক আয়েশা আক্তার, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থী খান মোহাম্মদ সামী প্রমুখ।
পরে জুলাই বিপ্লব স্মরণে সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন কলেজের বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও ডিবেটের সদস্যরা। সেখানে শীতালং শাহের রাগ পরিবেশন করেন জকিগঞ্জের মাহতাব উদ্দিন ও এম.এ. হায়দার।