কাজির বাজার ডেস্ক
দক্ষিণ সুরমায় এবার স্কুলব্যাগ ভর্তি ভারতীয় কিটক্যাট চকলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মহানগর পুলিশের মিডিয়া বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. মঞ্জুরুল আলম।
তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার জিয়া নগর জামে মসজিদ রোডের শুভাঢ্যা এলাকার মৃত শেখ আ. রাজ্জাকের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা থানাধীন বালুর মাঠের সামনে কদমতলী পয়েন্টসংলগ্ন এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করেন। এ সময় মো. মঞ্জুরুল আলমকে গ্রেফতার করে মহানগর পুলিশ। তার কাছ থেকে এসময় ৪০০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট জব্দ করা হয়। জব্দ হওয়া ওই চকলেটের আনুমানিক বাজার মূল্য ২৪ হাজার টাকা। গ্রেফতারকৃত মঞ্জুরুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।