সৌদিতে পিইসি পরীক্ষা দিচ্ছে ২৬৭ শিক্ষার্থী

95

কাজিরবাজার ডেস্ক :
বাংলাদেশে রবিবার থেকে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। দেশের সময়সূচি ও প্রশ্নপত্র মিল রেখে সৌদি আরবেও শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা।
এবারের পরীক্ষায় সৌদি আরবের ৪টি কেন্দ্র থেকে ২৬৭ জন বাংলাদেশি শিক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দা থেকে ১৫৬ জন, রিয়াদ থেকে ৭৪ জন, আল কাসিম থেকে ১১ জন এবং মদিনা থেকে ২৬ জন।
দেশটিতে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং বিগত সময়ের ন্যায় এবারও ভালো ফলাফল করে অতীতের সুনাম অক্ষুণœ রাখার ব্যাপারে আশাবাদী সংশ্লিষ্টরা।
বাংলাদেশ দূতাবাস এবং কনস্যুলেটের প্রতিনিধিরা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন। রিয়াদ বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর সারওয়ার আলম প্রথম দিনের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।