টাঙ্গুয়ার হাওরে জাল পুড়িয়ে ধ্বংস

3

তাহিরপুর সংবাদদাতা

সুনামগঞ্জের তাহিরপুর মাদার ফিসারিজ খ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওর থেকে ১০ লাখ টাকার কারেন্ট জাল ও রিং চাই জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফ আলী, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষন কর্মকর্তা মো: হাসিবুল তারেক, উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানা, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম জানান, অভিযানে ২ হাজার মিটার রিং চাই জাল ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা হবে বলে জানান তিনি। পরে গোলাবাড়ী আনসার ক্যাম্পের সামনে জনসম্মুখে সবগুলো জাল পুড়িয়ে ছাই করা হয়। এছাড়াও হাওরের জীব বৈচিত্র্য, মাছ, পাখি রক্ষায় আমাদের অভিযান চলবে।