মুরাদ হাসান, জৈন্তাপুর
জৈন্তাপুরে চোরাচালান প্রতিরোধ অভিযানে ১টি ভারতীয় রয়েল এন্ড ফিল্ড হান্টার ৩৫০ সিসি মোটরসাইকেল সহ দুইজন ও মোটরসাইকেল বাহনকারী ডি আই (মিনি ট্রাক) আটক করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) রাত ৩টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ তামাবিল মহাসড়কে অভিযান পরিচালনা করে সীমান্ত হতে নিয়ে আসা ভারতীয় মোটরসাইকেল সহ দুইজনকে আটক করে।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগ মল্লিফৌদ গ্রামের আব্দুল মালিকের ছেলে মো. মাসুদ আহমদ রাজু (২০) একই গ্রামের ইদ্রিছ আলীর ছেলে জুবায়ের আহমদ (২২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মোহাম্মদ বদিউজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে সংবাদ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে ১টি রয়েল এন্ড ফিল্ড হান্টার মোটরসাইকেল ও বহনকারী ডি আই ট্রাক সহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত মামলা দায়ের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। মামলা দায়ের পূর্বক জেল হাজতে প্রেরণ করা হবে।