মৌলভীবাজার সংবাদদাতা
মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন জেলার সকল সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্য করে বলেছেন- আমরা জড় বস্তুর পরিবর্তন চাইনা, আমরা চাই দফতরের (সরকারি) ব্যক্তির পরিবর্তন। রবিবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপরোক্ত কথা বলেন তিনি।
জেলা প্রশাসন আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ’র সঞ্চালনায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দফতরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন জেলা ট্রাফিকের দ্বায়িত্বপ্রাপ্ত পি আই অনিল চাকমাকে উদ্দেশ্য করে বলেন, যত্রতত্র যানবাহন চলাচলে বিভিন্ন রাজনৈতিক মহল ট্রাফিক বিভাগের বিরুদ্ধে কথা বলছেন। তিনি বলেন, শহরে ব্যাটারী চালিত টমটম চলাচলের ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। এই টমটমের শো-রুমগুলো বন্ধের নির্দেশ দেন। পুলিশ প্রশাসন শক্ত ভ‚মিকা রাখছে উল্লেখ করে ওই এসপি বলেন, প্রভাবশালী রাজনৈতিক দুই ব্যক্তি পুলিশ কার্যালয়ে এসে উচ্চ স্বরে কথা বলা ও হুমকি ধামকি দেওয়ায় আটক করে জেলে পাঠিয়েছি। ছাড় দেইনি।
এছাড়া তিনি সিভিল সার্জন কার্যালয়ে সেবা দেবার ক্ষেত্রে নগদ টাকা নেওয়া হচ্ছে এমনটি উল্লেখ করে বলেন, সিভিল সার্জন কার্যালয়ের কিছু লোক সেবার বিনিময়ে টাকা নেন। এটি বন্ধ করতে সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান’র প্রতি আহবান জানান তিনি। পুলিশের তরফ থেকে সেবা দেওয়া যাতে বিঘিœত না হয় এমন আকাঙ্খা করে বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্য তিনি বলেন, যে ওসি কাজ করবে না সে থাকবেনা।
সেনা কর্মকর্তা লেঃ কর্ণেল তাহমিদ আহমদ সম্প্রতি আদালত থেকে জেলে নেবার সময় কনকপুর ইউপি চেয়ারম্যান রুবেল আহমদ জেলের দেয়াল টপকে বাইরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন। ভবিষ্যতে যাতে এই কর্মকান্ড না ঘটে এর জন্য তিনি জেল সুপারকে সতর্ক করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমান, জেল সুপার মজিবুর রহমান, সেনাবাহিনীর লেঃ কর্ণেল তাহমিদ আ্হমদ, বিজিবির লেঃ কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, বিআরটি উপ পরিচালক হাবিবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, সাংবাদিক বকিস ইকবাল আহমদ, এসএম উমেদ আলী, মোঃ আব্দুল ওয়াদুদ ও শাহাজান মিয়া প্রমূখ।