আজমিরীগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ ফারুক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সংলগ্ন এলাকার কালনী-কুশিয়ারা নদীর তীর থেকে উল্লেখিত মাদকসহ তাঁকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, নদী পথে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চ টার্মিনাল এলাকার কালনী-কুশিয়ারা নদীর তীরে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে ৫০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোর্পদের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজমিরীগঞ্জ পৌরসদরের বাজার সংলগ্ন এলাকার বিভিন্ন স্পটে চোলাইমদ, গাঁজা ও নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রিতে সক্রিয় হয়ে উঠেছে বেশ কটি চক্র। এতে এলাকার যুব সমাজে ধ্বংসের মুখে পড়ার আশংকা করছেন সাধারণ মানুষ। মাদক ও জুয়ার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।