জৈন্তাপুর ইয়াবাসহ আটক এক

2

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুরে ৫০ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) গভীর রাত ২ টায় উপজেলার চিকনাগুল ইউনিয়নের শুক্রবারী বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার চিকনাগুল ইউনিয়নের অন্তর্ভুক্ত ঠাকুরের মাটি (মধ্যাংশ করমাটি) এলাকার মো: হুরমত আলির ছেলে জুয়েল আহমেদ (২৮) কে আটক করা হয়।
জৈন্তাপুর থানা সূত্রে জানা যায়, চিকনাগুল প্রেস বিটারিয়ান চার্চের সামনের রাস্তায় মাদক বিক্রির সময় তাকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তার শেষ রক্ষা হয়নি।
আটককৃত জুয়েলের দেহ তল্লাশি করে তার পরনের জিন্সের পেন্টের পকেট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন- উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জুয়েলকে শনিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন তিনি।