ঐতিহাসিক শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির পুনর্গঠন সম্পন্ন

3

 

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির পুনর্গঠন সম্পন্ন হয়েছে। কমিটির প্রধান উপদেষ্টা মো. জাহেদ কুমারপাড়াস্থ বাসভবনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য ও সভার সভাপতি আব্দুল খালিক লুতু মিয়া।
সভায় সর্বসম্মতিক্রমে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকে মোতাওয়াল্লী এবং বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী আব্দুল মইন কয়ছর এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক বদরুজ্জামান সেলিমকে সহকারী মোতাওয়াল্লী হিসেবে মনোনীত করা হয়। নতুনভাবে গঠিত এই ব্যবস্থাপনা কমিটিতে মোট ২১ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।
শুক্রবার (১০ জানুয়ারি) ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি