বাউলরা দেশের মাটি ও মানুষের কথা বলে – এটিএম ফয়েজ উদ্দিন

7

বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগ উদ্যোগে ও কলিম শাহ বাউল সংঘ’র সার্বিক সহযোগিতায় বাংলাদেশ বাউল সমিতি ফাউন্ডেশন এর সাংগঠনিক সম্পাদক জনপ্রিয় বাউল শিল্পী দিদার চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর তালতলাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাউল কল্যাণ সমিতি, সিলেট বিভাগের সভাপতি কামাল উদ্দিন রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবি সমিতির সভাপতি এটিএম ফয়েজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে এটিএম ফয়েজ উদ্দিন বলেন, বাউলরা এ দেশের মাটি ও মানুষের কথা বলে। বাংলাদেশের সাংস্কৃতি অঙ্গনকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে বাউলদের কাজ করতে হবে। তারা গানের মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করে বহিবিশ্বে ব্যাপক খ্যাতি অর্জন করছেন। আমাদের হাজার বছরের ঐতিহ্য মরমি সাধকদের কালজয়ী গান ও বাউল গানগুলো আজ একশ্রেণির তথাকথিত বাউল লেবাসধারী শিল্পীদের অনৈতিক কর্মকাণ্ডে মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক দিদার চৌধুরী। গীতিকার এম তছির আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, সঙ্গীতানুরাগী আলহাজ্ব মঈনুল ইসলাম, সঙ্গীত পৃষ্টপোষক শাহাদাত হোসেন লুলন।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাউল লাল মিয়া, বুরহান উদ্দিন ভান্ডারী, গীতিকার ইরন মিয়া, বাউল সূর্য লাল দাস, মিনারা বেগম, সৌভাগ্য দেবী, জিএস বশর, নুনু গাজী, আব্দুল খালিক, বিউটি রানী, শীতন বাবু, সাবুল আহমদ, আব্দুল হাসিম, শিপলু মিয়া, ফরিদ উদ্দিন, শিল্পী কয়েছ আহমদ, গীতিকার দুখি রুবেল, সুমন আহমদ, জুয়েল আহমদ, ফখরুল আহমদ, বিল্লাল হোসেন ও ছাত্রলীগ নেতা সামী আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি