শাবি ছাত্রশিবিরের নেতৃত্বে তারেক-তুহিন

3

শাবি প্রতিনিধি
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখার ২০২৫ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তারেক মনোয়ার ও সেক্রেটারি পদে বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা তুহিন নির্বাচিত হয়েছেন। নতুন এই কমিটিতে শাবিপ্রবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন উভয়েই।
গতকাল মঙ্গলবার দুপুরে সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন এই কমিটির সূত্রে জানা যায়, ৬ জানুয়ারি নগরীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের উপস্থিতিতে শাখার সদস্যদের নিয়ে সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে একপর্যায়ে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে মাধ্যমে সদস্যরা প্রত্যক্ষভাবে ভোট দেন। সেখানে সর্বোচ্চ ভোট পেয়ে আবার সভাপতি নির্বাচিত হয়েছেন তারেক মনোয়ার। শাখার নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০২৪ সালের মাঝামাঝি (ষাণ¥াষিক) নতুন এই কমিটির সভাপতি-সেক্রেটারিকে দিয়েই শাবি ছাত্রশিবিরের কমিটি গঠন করা হয়েছিল।