বড়লেখা সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে রুবেল আহমদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় সুশীল রায় নামে একজন আহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যান।
শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় চান্দগ্রামমুখী একটি পিকআপ ভ্যান সড়কের ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় রুবেল আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তালিমপুর এলাকায় পৌঁছামাত্র দ্রæত গতিতে থাকা তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে সজারে ধাক্কা খায়। এতে রুবেল ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী সুশীল রায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেটে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।