গুজব সংক্রান্তে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পুলিশের সচেতনতামূলক প্রচারণা সভা

10

স্টাফ রিপোর্টার :
নগরীর ৬ থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গতকাল বুধবার পুলিশের উদ্যেগে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের দুটি বিভাগের উপ-পুলিশ কমিশনার ও অতিঃ উপ-পুলিশ কমিশনারদের নেতৃত্বে স্ব স্ব থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ থানার অফিসারবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালানো হয়।
এর অংশ হিসেবে কোতোয়ালী মডেল থানার মিরাবাজারস্থ জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজ, মিরের ময়দানস্থ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় ও সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মিরাবাজারস্থ মডেল হাইস্কুল, জালালাবাদ থানার বাদাঘাট মডেল হাইস্কুল এন্ড কলেজ, মইয়ারচর হাইস্কুল, মোগলাবাজার থানার হাজী মোহাম্মদ রাজা চৌধুরী উচ্চ বিদ্যালয়, পূর্বভাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের, দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা সরকারী কলেজ, সাউথ সুরমা উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নছিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, এয়ারপোর্ট থানার লাখাউরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়, এবং শাহপরান (রহঃ) থানার শাহজালাল উপশহর হাই স্কুল, কৃষ্ণ গবিন্দ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, অভিভাক ও ছাত্র-ছাত্রীগনের উপস্থিতিতে “পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে” এই গুজব সংক্রান্তে সচেতনতামূলক সভা ও প্রচারণা করা হয়। এছাড়া প্রতিটি থানা এলাকায় মাইকিং করে প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, সিলেট মহানগর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গুজব সংক্রান্তে সচেতনতামূলক প্রচারনা অব্যাহত থাকবে।