নর্থ ইষ্ট মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ

18

মো. আব্দুল হাছিব

দক্ষিণ সুরমায় নর্থ ইষ্ট মেডিকেল কলেজ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করে আসছেন। ক্লাসের সময় কমিয়ে আনা, হিজাব পরিধানে বাধা না দেওয়া, যৌন হয়রানি বন্ধ ও নার্সিং প্রিন্সিপালসহ ৪জন শিক্ষকের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার থেকে বিভিন্ন কর্মসূচী পালন করে শনিবার আবারও আন্দোলনের নামেন শিক্ষার্থীরা। শনিবার সকাল ১০টা থেকে সারা দিন শিক্ষার্থীরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের মূল ফটকের সামনে সিলেট সুলতানপুর সড়কের দুই পাশে অবস্থান গ্রহন করেন। এ সময় এসব দাবিতে শিক্ষার্থীরা প্লেকার্ড, ফেস্টুনে দাবিগুলো তুলে ধরেন। দুপুর ১২টার দিকে শিক্ষাথীদের পক্ষ থেকে আশরাফ হোসেন এর নেতৃত্বে ৫জন শিক্ষার্থী বৃহস্পতিবারের ঘটনায় তদন্ত কমিটির সদস্যের সাথে দেখা করেন। শিক্ষার্থীরা তদন্ত কমিটির সাথে করে বিক্ষোব্ধ শিক্ষার্থীদের কাছে গিয়েও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেন। দুপুরের পরে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ প্রশাসন শিক্ষার্থীদের সাথে বৃহস্পতিবারের ঘটনা ও দাবিদাওয়া নিয়ে গঠিত তদন্ত কমিটির মেয়াদ ২ সপ্তাহ বৃদ্ধি করেন। এবং সন্ধ্যা ৬টা পর্যন্ত খবর নিয়ে জানা যায় যে, শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে রাস্তা বøক করে দিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে শনিবারে কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আশরাফ হোসেন ইয়াহিয়া আহমদ, এখলাসুর রহমান, ফাহিম আহমদ, মনিকা, রবিন প্রমুখ।
নর্থ ইষ্ট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্লাস বর্জন, বিভিন্ন দাবিতে আন্দোলনের বিষয়ে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাঃ শাহরিয়ার হোসেন এর কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পরে কথা না বলে লাইন কেটে দেন।