পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান

3

কাজির বাজার ডেস্ক

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান মিলেছে আফ্রিকার দেশ বতসোয়ানায়। ২ হাজার ৪৯২ ক্যারেটের এই মূল্যবান পাথরটি বোতসোয়ানায় একটি খনি থেকে উদ্ধার করা হয়েছে। হীরাটি কানাডীয় কোম্পানি লুকারা ডায়মন্ডের মালিকানাধীন। খবর বিবিসি। ১৯০৫ সালে দক্ষিণ আফ্রিকায় পাওয়া ৩ হাজার ১০৬ ক্যারেটের কালিনান এ পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় হীরা। আকারের দিক থেকে বতসোয়ানার এই হীরা আছে কালিনানের ঠিক পরেই। বোতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে প্রায় ৫০০ কিমি (৩০০ মাইল) উত্তরে কারোয়ে খনিতে পাওয়া গেছে এ হীরা।
বোতসোয়ানা সরকার জানিয়েছে, এটিই দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রটিতে আবিষ্কৃত সর্ববৃহৎ হীরা। দেশটিতে এর আগে আবিষ্কৃত সর্ববৃহৎ হীরাটি ছিল ২০১৯ সালে একই খনিতে পাওয়া ১ হাজার ৭৫৮ ক্যারেটের একটি পাথর।
বিশ্বে বৃহত্তম হীরা উৎপাদক দেশগুলোর মধ্যে বতসোয়ানা অন্যতম। বিশ্বে যত হীরা উৎপাদন হয় তার ২০ শতাংশই আসে দেশটি থেকে।
হীরা কোম্পানি লুকারা ডায়মন্ড এক বিবৃতিতে বলেছে, নতুন হীরাটি এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় রুক্ষ হীরাগুলোর একটি। লুকারার মেগা ডায়মন্ড রিকভারি এক্স-রে প্রযুক্তি ব্যবহার করে হীরাটি শনাক্ত করা হয়েছে বলে জানান লুকারা ডায়মন্ডের প্রধান উইলিয়াম ল্যাম্ব। তবে হীরাটির মূল্য সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি লুকারা ডায়মন্ড।