জিল্লুর রহমান পাটোয়ারী

11

সবুজের ছোঁয়া :

বাংলা আমার মায়ের মতন,
তারে কত্ত ভালোবাসি –
সুখ দুঃখে মায়ের পাশে,
বারবার ফিরে আসি।
সবুজের ছোঁয়া মায়ের বুকে,
সবুজ দিয়ে ঘেরা –
মা, আমাদের আগলে রাখেন,
তার আঁচলের বেড়া।
সবুজ শ্যামল মা,মাটিতে,
জন্ম ধন্য ধানে-
মাঠে মাঠে সোনায় সোনা,
কি অপরুপ গানে।
পাখির গানে ভোর খোলে দোর,
মিষ্টি রোদের হাসি –
মা, মাটিতে জন্মেছি তাই,
মাকে ভালোবাসি।