একাদশে ভর্তিতে প্রথম ধাপে কলেজ পাওয়াতেও এগিয়ে ছাত্রীরা

36

 

কাজির বাজার ডেস্ক
এসএসসি ও সমমান পরীক্ষায় এ বছর ছাত্রদের চেয়ে ৪৮ হাজার ছাত্রী বেশি পাস করেন। জিপিএ-৫ বেশি পান সাড়ে ১৩ হাজার ছাত্রী। এসএসসির ফলাফলে ছাত্রীদের এগিয়ে থাকার প্রভাব পড়েছে একাদশ শ্রেণিতে কলেজ পাওয়ার ক্ষেত্রেও। প্রথম ধাপে আবেদন করে ছাত্রদের চেয়ে ৯০ হাজার ৫০৩ জন বেশি ছাত্রী কলেজ পেয়ে গেছেন। ফলে এখানেও পিছিয়ে রয়েছেন ছাত্ররা। মঙ্গলবার রাতে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ফলাফল বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।
বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, কলেজে ভর্তির জন্য এ বছর প্রথম ধাপে আবেদন করেছিলেন ১৩ লাখ ৬ হাজার ৯৫৮ শিক্ষার্থী। তাদের মধ্যে কলেজ পেয়েছেন ১২ লাখ ৬১ হাজার ৭৯৭ জন শিক্ষার্থী।
ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭৬ হাজার ১৫০ জন। আর ছাত্রের সংখ্যা ৫ লাখ ৮৫ হাজার ৬৪৭ জন। অর্থাৎ ছাত্রের চেয়ে ছাত্রী বেশি ৯০ হাজার ৫০৩ জন। শতাংশের হিসাবে প্রথম ধাপে কলেজ পেয়ে গেছেন ৫৪ শতাংশ ছাত্রী। আর ছাত্র ৪৬ শতাংশ। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে এখন শিক্ষার্থী ভর্তি করানো হয়। ওরা অনলাইনে সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম দিয়ে আবেদন করতে পেরেছে। এসএসসির ফলাফলের ভিত্তিতে যারা এগিয়ে তারাই পছন্দের কলেজ পেয়ে গেছে।
তিনি বলেন, যারা প্রথম ধাপে কলেজ পায়নি, তাদের দুশ্চিন্তার কারণ নেই। হয়তো তাদের পছন্দের যেসব কলেজ, সেখানে তাদের চেয়ে বেশি ভালো ফল করা শিক্ষার্থী আবেদন করায় তারা কলেজ পায়নি। পরের ধাপে তাদের কলেজের পছন্দক্রম পাল্টে যেখানে (কলেজ) ফাঁকা আছে, সেটা পছন্দ দিতে হবে। নিশ্চয়ই তারা কোনো না কোনো কলেজ পেয়ে যাবে।
এদিকে, প্রথম ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে যারা অনলাইনে নির্বাচন নিশ্চায়ন করবে না, তাদের প্রথম ধাপের নির্বাচন ও আবেদন বাতিল বলে বিবেচিত হবে।
অন্যদিকে একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ করা হবে ১২- ১৪ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।
প্রথম মাইগ্রেশন ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা। আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে।
আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।
গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেন।
অন্যদিকে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকবে।