ঢাকা উত্তরে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

26

কাজিরবাজার ডেস্ক :
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে গত শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
শনিবার রাতে বিজয়ীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম।
এবার ঢাকা উত্তর সিটি ৫৪টি সাধারণ কাউন্সিলর পদে ২৫১ জন এবং ১৮টি সাধারণ সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
ঢাকা উত্তরে কাউন্সিলর পদে বিজয়ীরা :
ওয়ার্ড-১: আফসার উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২: সাজ্জাদ হোসেন (বিএনপি), ওয়ার্ড-৩ : কাজী জহিরুল ইসলাম মানিক, ওয়ার্ড-৪: জামাল মোস্তফা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫ : আবদুর রউফ নান্নু (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬ : তাইজুল ইসলাম বাপ্পী, ওয়ার্ড-৭ : তফাজ্জল হোসেন টেনু (আওয়ামী লীগ), ওয়ার্ড-৮ : আবুল কাশেম মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৯ : মুজিব সারোয়ার মাসুম (আওয়ামী লীগ), ওয়ার্ড-১০ আবু তাহের (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১: দেওয়ান আব্দুল মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১২: মুরাদ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৩ ইসমাইল মোল্লা, ওয়ার্ড-১৪: হুমায়ূন রশিদ জনি (স্বতন্ত্র), ওয়ার্ড-১৫: সালেক মোল্লা (আওয়ামী লীগ)।
ওয়ার্ড-১৬: মতিউর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৭ : মো. ইসহাক মিয়া (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৮: জাকির হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৯: মফিজুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২০: মো. নাছির, ওয়ার্ড-২১: মাসুম গণি তাপস (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২: লিয়াকত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩: শাখাওয়াৎ হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪: শফিউল্লাহ শফি (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৫: আব্দুল্লাহ আল মঞ্জুর (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৬ : শামীম হাসান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৭ : ফরিদুর রহমান খান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৮ : ফোরকান হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৯: সলিমুল্লাহ সলু (স্বতন্ত্র), ওয়ার্ড-৩০: আবুল হাসেম (আওয়ামী লীগ)।
ওয়ার্ড-৩১: শফিকুল ইসলাম সেন্টু (জাতীয় পার্টি), ওয়ার্ড-৩২: সৈয়দ হাসান নূর ইসলাম রাস্টন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩: আসিফ আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৪: শেখ মো. হোসেন খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৫: মোক্তার সরদার (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৬: তৈমুর রেজা খোকন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৭: জাহাঙ্গীর আলম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮: শেখ সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯: শফিকুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০: নজরুল ইসলাম ঢালী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১: ডা. মতিন (স্বতন্ত্র), ওয়ার্ড-৪২: আইয়ুব আনসার মিন্টু (স্বতন্ত্র), ওয়ার্ড-৪৩ : শরিফুল ইসলাম ভূইয়া (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৪ : শফিকুল ইসলাম শফিক (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৫ : জয়নাল আবেদীন (আওয়ামী লীগ)।
ওয়ার্ড-৪৬ : জাহিদুল ইসলাম মোল্লা, ওয়ার্ড-৪৭ : মোতালেব মিয়া (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৮: আকবর আলী (বিএনপি), ওয়ার্ড-৪৯: আনিসুর রহমান নাইম (স্বতন্ত্র), ওয়ার্ড-৫০: ডিএম শামীম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫১ : শরিফুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫২ : ফরিদ আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৩: নাসির উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫৪: জাহাঙ্গীর হোসেন যুবরাজ (আওয়ামী লীগ)।