হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক মামলায় বিএনপির ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

3

 

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনের দুই মামলায় বিএনপি ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ আগস্ট) রাতে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- হাফিজুর রহমান শুভ, তৌফিকুল ইসলাম রুবেল, আকিকুর রহমান, আলী আকবর, শাকিব মিয়া, মকবুল মিয়া, তৌফিক ইসলাম, আব্দুল জলিল, আনোয়ার হোসেন চৌধুরী কনু, ফখরুল মিয়া, ফজলু মিয়া, লিচু মিয়া, সালাউদ্দিন, হাবিবুর রহমান ও আল আমিন তালুকদার। এদের মধ্যে সালাউদ্দিন, হাবিবুর রহমান ও আল আমিন উভয় মামলার আসামি এবং বাকি ১২ জন শুধু পুলিশ অ্যাসল্ট মামলায় এজাহারভুক্ত। পুলিশ পরিদর্শক মো. বদিউজ্জামান বলেন, দুই মামলায় এক হাজারের বেশি আসামি রয়েছে। ১৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার বিকেলে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে বিএনপি। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতÐা হয়। একপর্যায়ে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হলে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সংঘর্ষে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবসহ কয়েকজন পুলিশ সদস্য এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। পরে প্রায় দুইশ জনের নাম উল্লেখ ও সহস্রাধিক অজ্ঞাত আসামির নামে পুলিশ অ্যাসল্ট ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করা হয়।