দিরাইয়ে কৃষকের ধান কাটছে যুবকরা

8

একে কুদরত পাশা, সুনামগঞ্জ থেকে :
করোনাভাইরাসের প্রকোটের কারণে এবার দেশের বিভিন্ন এলাকা থেকে ধানকাটার শ্রমিক আসেননি। হাওরের পাকা ধান নিয় বিপাকে পড়েছেন কৃষকরা। এ সময় কৃষকদের আশার আলো দেখিয়েছন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামের যুবকরা।
কুলঞ্জ গ্রামের পাবেল মিয়া ২০ জন সদস্য নিয়ে কৃষকদের ধানকেটে দেওয়ার জন্য রাজহংসী নামে একটি দল গঠন করেন। এ দলের অন্যান্যরা হলেন, জিয়াউল হক, সুহেল, মারুফ, রুপন, হেকিম, ইনুছ, লিফাছ, মুক্তার হোসেন, আব্দুল আলী, রুস্তম, আব্দুল হক, ছাদিকুল সাইকুল, শিশু মিয়া, খয়ার মিয়া, আবু তাহের, ইমন, ইমাদ, হবি মিয়া প্রমুখ।
এ যুবকরা করোনাকে একটি যুদ্ধ মনে করছেন। তাদের একটাই দাবি এ যুদ্ধে আমাদের জিততেই হবে। কৃষকের এ দুর্দিনে তারা হোমকোয়ারেন্টাইনে থাকতে নারাজ। তারা জানান অনেকে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন, তাদের আমরা অনুরোধ করবো একবার ঘর থেকে বের হয়ে কৃষকের হাহাকার শুনুন। তাদের কথা হচ্ছে এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার, তাই তরুণদের ৭১ এর মতো এগিয়ে আসতে হবে। কৃষকের ঘরে ধান না উঠলে আমাদের বেচে থাকার কোন অবলম্ভন নেই, আমরা কৃষকের কাজ করছি পাশা পাশি করোনাভাইরাসের বিষয়ে কৃষক কৃষাণীকে সচেতন করছি।
তারা উপজেলার সকল যুবকদের কৃষকদের পাশা দাঁড়ানোর আহ্বান জানান।