স্বাধীনতা বিরোধীরা পরাজিত হওয়ার প্রতিহিংসা থেকেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে

62

জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা তথ্য অফিস সিলেট এর আলোচনা সভায় বিভাগীয় কমিশনার

স্বাধীনতা বিরোধীরা পরাজিত হওয়ার প্রতিহিংসা থেকেই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে বলে মন্তব্য করেছেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি। তিনি ২৩ আগস্ট সিলেট সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা তথ্য অফিস, সিলেট আয়োজিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরী’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মেঃ আব্দুল মান্নান খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ রোকসানা বেগম ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আঞ্জুমান আরা বেগম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-জেলা তথ্য অফিস, সিলেট এর উপপরিচালক মোঃ সালাহ উদ্দিন। বক্তারা ১৫ই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞের বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা স্বাধীনতাবিরোধী ছিল সেই অপশক্তিই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। তারা শুধু তাঁকেই হত্যা করেনি বরং এই পরিবারটিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে হত্যা করে স্বপরিবারকে। যেখানে বাদ যায়নি শিশু শেখ রাসেলও। তবে তারা ব্যক্তি মুজিবকে হত্যা করলেও হত্যা করতে পারেনি মুজিবসত্তা ও তাঁর আদর্শকে। ফলশ্রæতিতে আজ মুজিব বন্ধনা হচ্ছে প্রতিটি ঘরে ঘরে। স্বাধীন বাংলাদেশ গঠনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে বিভাগীয় কমিশনার বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের প্রতিনিধি। তিনি তাঁর জীবনের প্রতিটি মুহুর্ত অন্যায়-অবিচার ও শোষনের বিরুদ্ধে লড়াই করেছেন। বাঙালি জাতির হাজার বছরের অতীতের গøানি মোচনে তিনি অগ্রগামী ভ‚মিকা পালন করেছেন। তাঁর এ অবদানের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই তাঁকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী উপাধিতে ভ‚ষিত করা হয়। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার লক্ষ্যে তিনি বলেন-এই কোমলমতি শিক্ষার্থীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ নিবির্মাণের কারিগর। দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে নিজের মধ্যে ধারণ করতে শিক্ষার্থীদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার আহŸান জানান। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ ও স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শিক্ষার্থীরাই হবে আগামীর শক্তিশালী হাতিয়ার। স্বাধীনতাকে বুকে ধারণ করে কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদেরকে আগামীর পৃথিবীর জন্য উপযোগী করে গড়ে তোলার পরামর্শ দেন বিভাগীয় কমিশার। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি