ওসমানী হাসপাতালে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

4

 

স্টাফ রিপোর্টার

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এবার স্বল্প মূল্যে ডেঙ্গু পরীক্ষা করানো যাবে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত শংকর। তিনি জানান, আগামী ১ মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে। প্রতিদিন সকাল আটটা থেকে বিকেল দুইটা পর্যন্ত প্যাথলজি বিভাগে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো যাবে।
এসময় তিনি জানান, বর্তমানে সিলেট জেলায় ১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর বাকি ৯ জন বাসায় ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বুধবার নতুন করে আরো ৮ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে তিনজন সিলেট ও চারজন হবিগঞ্জের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা। এ নিয়ে বিভাগে ১০৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৭৫ জন, সুনামগঞ্জ জেলার ১২ জন, হবিগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের ৮ জন বাসিন্দা। আক্রান্তদের মধ্যে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ জন।
সিলেট গত দুই মাসে বেড়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীর সংখ্যা, যেখানে জুলাই মাসের ১২ দিনেই আক্রান্ত হয়েছেন ৩৪ জন।