ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা তৎপর : প্রক্টর

10

 

শাবি প্রতিনিধি

কলম ও প্রবেশপত্র ছাড়া গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার হলে অন্যকিছু নিতে পারবে না বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রের শৃঙ্খলা কমিটির আহŸায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার দুপুরে তিনি এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের কোনো সমস্যা যাতে না হয় শৃঙ্খলা কমিটির সদস্যরা সেদিকে নজর রাখছে।
ডিজিটাল জালিয়াতি ঠেকাতে আমরা তৎপর। ইতোমধ্যে সবাইকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা নিশ্চিতে কমিটির সবাই তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করবে বলে জানিয়েছেন। শনিবার দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৭ মে ‘সি’ ইউনিটের এবং ৩ জুন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।