গোয়াইনঘাট সীমান্ত থেকে পৌনে দুই কোটি টাকার ভারতীয় শাড়ির চালান আটক

4

গোয়াইনঘাট সংবাদদাতা

ভারতীয় বিভিন্ন প্রকার উন্নতমানের শাড়ী আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন মন্দিরঘাট এবং সিড়িঁরঘাট নামক স্থানে অভিযান চালিয়ে এসব শাড়ী আটক কার হয়। যার বাজার মূল্য এক কোটি পঁচাত্তর লক্ষ ছিষট্টি হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক জানান, দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল আটকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দুইটি বিশেষ ও নিয়মিত টহলদল মন্দিরঘাট এবং সিড়িঁরঘাট নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ী নিয়ে চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল রেখে পালিযে গেলে বিজিবি সেই মালামাল আটক করে। আটককৃত ভারতীয় শাড়ীগুলো কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।