আবাসিক হলে শাবি শিক্ষার্থীর প্রবেশ ‘নিষিদ্ধ’

1

শাবি থেকে সংবাদদাতা

শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর আবাসিক হলে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাবির সকল আবাসিক হলে ওই শিক্ষার্থীর প্রবেশ নিষিদ্ধের কথা জানানো হয়। আবাসিক হলে প্রবেশে নিষেধাজ্ঞা পাওয়া শিক্ষার্থীর নাম ইফতেখার আহমেদ রানা। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং ওই বিভাগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার আহমেদ রানাকে শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডের জন্য কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল সমূহে প্রবেশ নিষিদ্ধ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।’