বরইকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাবিব হোসেন আর নেই

11

স্টাফ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও রাজনীতিবীদ আলহাজ্ব হাবিব হোসেন আর নেই। গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে তিনি ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
হাবিব হোসেনের বড় ছেলে রায়হান হোসেন জানান, গত কয়েকদিন আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পরলে নগরীর একটি হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তিনি মৃত্যুবরণ করেন।
রায়হান জানান, আজ শুক্রবার এয়ার এ্যাম্বুলেন্স যোগে তার বাবার লাশ দেশে এসে পৌছবে এবং রাত ৯ টায় বরইকান্দি শাহী ঈদগাহে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এতে সবার উপস্থিতি ও দোয়া কামনা করেন তিনি।
এদিকে আলহাজ্ব হাবিব হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বরইকান্দিসহ পুরো দক্ষিণ সুরমায় শোকের ছায়া নেমে আসে।