মাদবপুরে তুষের আগুনে পুড়ে গৃহবধূর মৃত্যু, অগ্নিদগ্ধ দেবর

5

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে সদ্য সন্তান প্রসব করা গৃহবধূ অর্পিতা বনিক (২২) তুষের আগুনের তাপ নিতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন। ভাবিকে আগুন থেকে রক্ষা করতে গিয়ে দেবর দগ্ধ হয়েছেন। ৫ দিন শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত মঙ্গলবার সকালে অর্পিতা বনিক মারা যান। একই হাসপাতালে দেবর শুভ বনিক (২৮) চিকিৎসাধীন রয়েছেন।
মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল হাকিম জানান, মাধবপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের দীপক বনিকের স্ত্রী অর্পিতা বনিক গত ১৩ জানুয়ারি সকালে ঘরের বারান্দায় বসে একটি মাটির পাত্রে তুষ জ্বালিয়ে শরীরে আগুনের তাপ নিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত তার পরনের কাপড়ে আগুন ধরে যায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়। তার চিৎকারে দেবর শুভ দৌড়ে এসে আগুন নেভাতে গিয়ে তিনিও দগ্ধ হন। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় অর্পিতা ও শুভকে শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করেন। সেখানে ৫ দিন চিকিৎসাধীন থেকে অর্পিতা বনিক মঙ্গলবার সকাল ৬টার দিকে মারা যান। তবে শুভ শঙ্কামুক্ত। তার অবস্থার উন্নতি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। নিহত অর্পিতা বনিক ১৪ দিন আগে একটি ছেলে সন্তান জন্ম দেন। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।