পুলিশ জনগণের বন্ধু কথায় নয় কাজে প্রমাণ করতে হবে – পুলিশ সুপার

43

20-3-15 osmaninagar sylhetওসমানীনগর থেকে সংবাদদাতা :
সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা বলেছেন, পুলিশ জনগণের বন্ধু তা কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। সাধারণ জনগণের সাথে  পুলিশের বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তুলতে হবে। সাধারণ মানুষদের  প্রকৃত বন্ধু হয়ে তাদের পাশে গিয়ে কাজ করতে হবে। যারা বিভিন্ন মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ থেকে মুক্ত থাকতে সমাজের সর্বস্তরের মানুষকে  সচেতন হতে হবে। জনগণের প্রকৃত সেবা যেন নিশ্চিত হয় সেভাবে কাজ করতে হবে। তিনি এক্ষেত্রে সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসার আহবান জানান। গতকাল শুক্রবার বিকালে ওসমানীনগর উপজেলার গোয়ালা বাজারে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন এর সভাপতিত্বে ও এস আই সুইফুল ইসলামের পরিচালনায়  সভায় বক্তব্য রাখেন এডিশনাল এসপি রওশনুজ্জামান, এএসপি আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন চৌধুরী, ফারুক আহমদ, শাহ নুর রহমান শানুর, পীর মজনু মিয়া, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, আব্দুল কদ্দুছ শেখ, রবিন আহমদ আব্দাল, আনছার উদ্দিন, গোয়ালা বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল লেইছ, আ’লীগ নেতা আব্দুর রব গেদা, মোস্তাক আহমদ, লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।