স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকীতে হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের কর্মসূচী

45

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠজন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক রাষ্ট্রদূত, জাতীয় সংসদের প্রাক্তন স্পিকার, বরেণ্য কূটনীতিক ও বৃহত্তর সিলেটের কৃতি সন্তান মরহুম স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরীর ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সাংসদের পক্ষ থেকে সিলেট জেলা শাখা কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে ১১ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শাহজালাল (রহ.) দরগাহস্থ গোরস্থানে মরহুমের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ। সকাল ১০টায় চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তদান কর্মসূচী।
উক্ত কর্মসূচীতে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন ‘স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ’ সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক মোঃ জাকির হোসেন ও যুগ্ম-আহ্বায়ক ফালাহ উদ্দিন আলী আহমদ। বিজ্ঞপ্তি