সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত

8
সরকারি প্রাথমিক বিদ্যালয় “হলদে পাখি” সম্প্রসারণ উপলক্ষে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠান শেষে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্কে বিজ্ঞ পাখি ও হলদে পাখি সদস্যদের নিয়ে প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম সহ শিক্ষক শিক্ষার্থীরা।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকালে সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের উদ্যোগে এই আঞ্চলিক কার্নিভাল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ এর সভাপতিত্বে ও আঞ্চলিক ট্রেইনার সুফিয়া বেগমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের কোষাধ্যক্ষ জাহান আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম। অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের মালেকা পারভীন, প্রকল্প কর্মকর্তা মো: হাফিজুল ইসলাম, মৌলভীবাজারের জেলা কমিশনার নূরজাহান সুয়ারা। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরীন রোজী, ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ হলদে পাখির সামিয়া বেগম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাধা রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোকা ভট্টাচার্য। বিজ্ঞপ্তি