জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এর ৭৬তম জন্মদিন পালন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর বুধবার জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে কেককাটা, আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু’র পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, সহ-সভাপতি ও জেলা পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী খায়রুল কবির রোমেন, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, এডভোকেট ওয়াদুদ আহমদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিক চৌধুরী, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, যুগ্ম-সম্পাদক মাস্টার সিরাজ উদ্দিন, সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আবদুল জব্বার, সহ-সম্পাদক ফিরোজ আলী, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, সৈয়দপুর-শাহরাপাড়া ইউপি চেয়ারম্যান আবুল হাসান। পৌর আ’লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, কলকলিয়া ইউনিয়ন আ’লীগের যুগ্ম-সম্পাদক সুহিনুর রহমান দুদু, পাটলি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আতিকুর রহমান, নেতা সাজাদ খান, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী আবদুল গফুর, রাণীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি হাজী সুন্দর আলী, পাইলগাঁও ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আবদুল তাহিদ। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি সাইফুল ইসলাম রিপন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত, সহ-সভাপতি হাবিবুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক তাহা আহমদ, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম-আহবায়ক কামরান আহমদ প্রমুখ।