ঘুরে দাঁড়ালো মৃত সোহাদার পরিবার

5

মানবিক টিম সিলেট’র সহযোগিতায় ও সোহাদা কুঠির হোয়াটসঅ্যাপ গ্রুপের তত্ত্বাবধানে নিজস্ব ঘরে ফিরলো অগ্নিদগ্ধ নিহত সোহাদার পরিবার। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ঘরে ফিরে তারা। এ সময় নগদ ৮১ হাজার টাকা তুলে দেয়া হয় সোহাদার পরিবারকে।
২০২১ সালের ৩১ জানুয়ারি সুনামগঞ্জের ছাতক থেকে সোহাদা নামের একটি মেয়ে সিলেট ওসমানী হাসপাতালে আগুনে পুড়া নিয়ে যন্ত্রণায় বিছানায় ছটফট করছিল। খবর পেয়ে পাশে গিয়ে দাঁড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক টিম সিলেট। শুরু হয় অগ্নিদগ্ধ সোহাদার উন্নত চিকিৎসার ব্যবস্থা। সিলেটের স্থানীয় সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জুর সহযোগিতায় দেশ ও প্রবাসে থেকে এগিয়ে আসেন অনেকেই। উন্নত চিকিৎসার জন্য ওই বছরের ১ ফেব্রুয়ারী ঢাকায় শেখ হাসিনা বার্ণ ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয় সোহাদাকে। কিন্তু বাঁচানো যায়নি তাকে। চিকিৎসাধীন অবস্থায় ১৬ দিনের মাথায় মারা যায় সে।
জানা যায়, সোহাদা ছিল সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হেলার মিয়ার বড় মেয়ে। তার বাবা পেশায় একজন পেশায় দিনমজুর ও মা শাহানা গৃহিণী। অসহায় এই পরিবারটির বসবাস ছিল অন্যের জায়গায়। ছিল না নিজেদের ভিটে মাটি। এবার সেই সোহাদার পরিবারকে জায়গা ক্রয় করে পাকা ঘর তৈরি করে দেওয়া হয়।
মানবিক টিম সিলেট’র প্রধান সমন্বয়ক ও সিলেট মেট্রোপলিটন পুলিশের নায়েক মো. সফি আহমেদ (পিপিএম) বলেন, সোহাদার চিকিৎসার জন্য আমাদের কাছে জমা হয়েছিল ৯ লক্ষ ৩৪ হাজার ৫৯৮ টাকা। তার মধ্যে চিকিৎসা ও লাশ দাফনসহ যাবতীয় খরচ হয় ১ লক্ষ ৫ হাজার ৪০০ টাকা। বাকি ৮ লক্ষ ২৯ হাজার ১৯৮ টাকার মধ্যে ঘর নির্মাণ, জায়গায় রেজিস্টারিসহ বিভিন্ন খাতে ব্যয় হয় ৭ লক্ষ ৪৮ হাজার ১৯৮ টাকা। অব্যবহৃত ৮১ হাজার টাকা নগদ সোহাদার পরিবারের কাছে তুলে দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, কঠিন এই কাজটিকে সহজ করে দিয়েছেন আমাদের রেমিট্যান্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনসহ অনেকেই। সকলের সহযোগিতায় আজ সোহাদার পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। সোহাদার জন্য সবাই দোয়া করবেন।
নগদ অর্থ তুলে দেয়ার সময় উপস্থিত ছিলেন, ইলেক্ট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর সভাপতি সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, মানবিক টিম সিলেট’র প্রধান সমন্বয়ক মো.সফি আহমেদ(পিপিএম), সদস্য রবিউল ইসলাম রবি, মুহিবুর রহমান শোয়েব, কাজী শরিফুল ইসলাম। বিজ্ঞপ্তি