জাহাঙ্গীর চৌধুরী

6

এসো কাশবনে :

শারদীয় পূর্ণিমায় এসো,
তুলোর মতো সফেদ কাশবনে।
রেললাইন হয়ে হাঁটব দু’জনে চরণে চরণে।
অস্তাচল দিবাকরের রাঙা কর
শিশিরের শব্দে গিলবে সন্ধ্যা,
আসবে সুধাকর হাসবে ক্ষণদা।
অভিবাদনে সিক্ত করব তোমায়,
বকুল ফুলের মালা দিয়ে গলায়।
কুন্তলে নিশিগন্ধা গুঁজে জোছনায় সাজাবো,
পাথারের মতো জলতরঙ্গ তুলে
ভালোবাসায় মন রাঙাবো।
নিশুতিতে নদীর ছলাৎ ছলাৎ ধ্বনিতে
কলেবরে জাগবে মৃদু মৃদু শিহরণ।
চৌ-চোখ পুড়বে কামনার বহ্নিতে তখন।
দূরান্তে আকাশ অবনির মিলন সমীকরণে,
আমরা একাকার হব নিবিড় কাশবনে।