হবিগঞ্জে আধিপত্য বিস্তারের জের ॥ দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

40

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জ সদর উপজেলার বহুলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে ৮ টা পর্যন্ত এ তান্ডব চলে। এতে একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সোনাই মিয়ার সাথে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল একই গ্রামের বিএনপি নেতা রহমত আলীর। ইতোপূর্বে ওই বিরোধের জের ধরে একাধিকবার সংঘর্ষ হয়েছে। সম্প্রতি মামলার আসামী হয়ে রহমত আলীসহ তার পরিবারের পুরুষরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষ সোনাই মেম্বার ও তার লোকজন প্রভাব বিস্তারের চেষ্টা চালায়। এর জের ধরে গতকাল ভোরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হয়। এ সময় ঘরের বারান্দায় থাকা একটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে মোটর সাইকেলটি পুড়ে ছাই হয়ে যায়। সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়। গুরুতর আহত অবস্থায়  মর্তুজা বেগম (৯০), চন্দনা বেগম (৩০) ও ইউনুস মিয়া (৭০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মর্তুজা বেগমের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। ঘটনার খবর পেয়ে সদর থানার এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে আলামত জব্দ করে। এ ব্যাপারে এসআই শফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ফের সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।