হবিগঞ্জে মাদক ধ্বংসকরণ অনুষ্ঠানে পর্যটন প্রতিমন্ত্রী ॥ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার

45

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এমপি বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। সামাজিক সচেতনতা ও দায়িত্ববোধ থেকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সম্ভব। গতকাল শনিবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন-৫৫ বিজিবি-৫৫ আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের কমান্ডার কর্ণেল তুহিন মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী।
২০১৯ সাল থেকে জুলাই ২০২২ পর্যন্ত হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন সীমান্ত থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ কোটি ২৯ লাখ টাকার মাদকদ্রব্য এ সময় ধ্বংস করা হয়।
এ সময় জেলার বিচার বিভাগের সদস্যবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।