রিয়াজ মাহমুদ রাতুল

5

শরৎ মানে :

শরৎ মানে রৌদ্র ছায়ার লুকোচুরি খেলা,
শরৎ মানে নীলাকাশে সাদা মেঘের ভেলা।
শরৎ মানে মনজুড়ানো তালপাকার ঘ্রাণ,
শরৎ মানে ঢেউখেলানো কচি পাতার ধান!

শরৎ মানে উড়ে যাওয়া সাদা বকের সারি
শরৎ মানে প্রকৃতিতে রূপের কাড়াকাড়ি।
শরৎ মানে নদীতীরে ফোটা কাশের দল,
শরৎ মানে কলকলানো শান্ত নদীর জল।

শরৎ মানে মনের সুখে ছড়া ও গান লেখা,
শরৎ মানে চোখধাঁধানো এই বাংলা দেখা।
শরৎ মানে প্রকৃতিতে নেইকো রুপের শেষ,
শরৎ মানেই ষড়ঋতুর সোনার বাংলাদেশ।