জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ

4
গোলাপগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে শ্রদ্ধা নিবেদন করছেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন স্পীকার হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
শুক্রবার (২৬ আগষ্ট) বাদ জুম্মা হুমায়ুন রশিদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে অনুভূতি ব্যক্ত করেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন। তিনি বলেন, মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী জাতির জনকের একজন অনুসারী ছিলেন। তিনি স্বাধীনতা যুদ্ধের সময় বঙ্গবন্ধুর ডাকে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশের পক্ষে যোগ দিয়েছিলেন। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথেও ছিল তাঁর সু-সম্পর্ক। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পরে তিনি জার্মানিতে রাষ্ট্রদূত থাকাকালীন সময়ে জননেত্রী শেখ হাসিনাকে দুঃসময়ে সহযোগিতা করেছিলেন। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে তাঁর ভূমিকা ছিল অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক ও সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলার সদস্য সচিব মাহবুবুল হাফিজ চৌধুরী মুশফিক, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলার সদস্য ও সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ সিলেট জেলার সদস্য সাহিদুর রহমান সাহেদ ও যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ। বিজ্ঞপ্তি