রফিকুল নাজিম

31

চা শ্রমিক :

ঘামের দামে পেটের আহার
কিনতে গিয়ে বইছে পাহাড়
চায়ের পাতার রোজ!
চায়ের কাপে ঠোঁটটা রেখে
মরাল ঠোঁটের পরশ মেখে
পায় না সুখের ডোজ!

ঘামের নামে রক্ত বেচে
তবুও তারা আছে বেঁচে
ব্যথায় কাঁদে রোজ,
ক্ষুধা পেটে লড়াই করে
বাঁচে তারা কেমন করে
নেই কি মোরা খোঁজ?

আমার সবে চায়ের নেশায়
চাইছি তারা কুলির পেশায়
থাকুক চায়ের চাষে,
তাদের জীবন যাচ্ছে ঠকে
তবুও তাদের যাচ্ছি বকে
ঈশ্বর দেখে হাসে!