গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ বিতরণ

5

গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত/ সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ প্রদান কার্যক্রম শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ প্রদান করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মধ্য জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পার এলাকায় ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মাঝে নগদ ১০ হাজার টাকা করে অর্থ বিতরণ করেন মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জহিরুল হক ও প্রশাসক সুশান্ত কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার এসআই পিন্টু সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, ইউপি সদস্য শাহলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।