দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জে জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমানের ত্রাণ বিতরণ

3

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আতিকুর রহমান আতিক বলেছেন, সুরমা কিছুটা থামলেও কুশিয়ারার পানি বৃদ্ধির কারণে এবার সিলেটের আরো কয়েকটি উপজেলায় বন্যা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ উপজেলার অবস্থা খুবই খারাপ আকার ধারণ করেছে। তাই এসব এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান। তিনি শনিবার ও রবিবার দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার, মোল্লারগাঁও ও বরইকান্দি ইউনিয়নে এবং ফেঞ্চুগঞ্জ উপজেলার সবগুলো বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।
আতিক বলেন, বানভাসি মানুষের প্রয়োজন বেশি করে খাবার আর চিকিৎসা সেবার। সেদিকেই আমাদেরকে নজর দিতে হবে। সরকারি ত্রাণ খুবই অপ্রতুল। এজন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে যেগুলো বিতরণ করা হচ্ছে সেগুলোই বানভাসি মানুষের উপকারে আসছে বেশি। সিলেটের এই দুর্যোগময় মুহূর্তে সারা দেশের মানুষ এগিয়ে আসায় তিনি সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তার ব্যক্তিগত পক্ষ থেকে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে এবং বন্যা পরবর্তী সময়েও তিনি মানুষের পাশেই থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান মুজিব, জাপা নেতা আহসান হাবিব মঈন, আলতাফুর রহমান আলতাব, মামুনুর রশীদ মামুন, শাহেল চৌধুরী, জিতু মিয়া, বাবুল আহমদ, আখতার হোসেন, বুলবুল চৌধুরী, মোহাম্মদ আলী কানু, ফয়জুর রহমান গেদুল, হাসান আহমদ, সুমন শাহ প্রমুখ। বিজ্ঞপ্তি