৪ থেকে ১০ জুন বুস্টার ডোজের ক্যাম্পেইন ॥ নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণের আহবান জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী

3

সিলেট মহানগরের সম্মানীত নাগরিকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশব্যাপি কোভিড সংক্রমন বিদ্যামান থাকায় সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষার জন্য ৪ জুন ২০২২ খ্রীস্টাব্দ থেকে ১০ জুন ২০২২ খ্রীস্টাব্দ পর্যন্ত কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ বা তৃতীয় ডোজ সপ্তাহ ব্যাপি প্রদান করা হবে।
শুক্রবার সিলেট সিটি কর্পোরেশনের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে জনস্বার্থে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সকল নাগরিক ৩য় ডোজ বা বুস্টার ডোজ কোভিড ভ্যাকসিক গ্রহণ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোভিড ভ্যাকসিনের ২য় ডোজ গ্রহণের ৪ মাস পর বুস্টার ডোজ নেয়া যাবে। ৪ জুন ২০২২ খ্রীস্টাব্দ থেকে ১০ জুন ২০২২ খ্রীস্টাব্দ এই এক সপ্তাহ যে কোন দিন আপনার নিকটবর্তী টিকা কেন্দ্রে এবং সিসিকের সকল কাউন্সিলর কার্যালয়ে উপস্থিত হয়ে টিকা গ্রহণ করতে পারবেন।
সকল টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু হবে। টিকা গ্রহণ করতে আপনার টিকা কার্ডটি অবশ্যই সাথে নিয়ে আসবেন।
সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে টিকা গ্রহণের জন্য সিলেট মহানগরীর সম্মানীত সকল নাগরিকদের অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বিজ্ঞপ্তি