বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কার্তিক রায়কে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান

4

বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায়কে রাষ্ট্রীয় সম্মান (গার্ড অব অনার) প্রদান করা হয়েছে। (২ জুন) বৃহস্পতিবার বিকেল ৩টায় চালিবন্দরস্থ মহাশ্বশ্মান ঘাটে সিলেট জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তাকে এই সম্মাননা দেওয়া হয়।
রাষ্ট্রীয় সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, সিলেট মহানগর ইউনিট কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, সহ-সভাপতি জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক তপন মিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলার শাখার আহ্বায়ক মনোজ কপালী মিন্টু, সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন চন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড সিলেট মহানগরের সভাপতি আমিনুর রহমান পাপ্পু, তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য কামাল আহমদ, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও টিলাগড় ক্লাবের সাধারণ সম্পাদক হিরক দে পাপলু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সহ-সভাপতি ও ২১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক তুহিন আহমেদ, শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দ দেব, যুবলীগের সাবেক অর্থ সম্পাদক মিনার আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড জেলা শাখার আহ্বায়ক শেখ আলম, যুব কমান্ড নেতা জিল্লুর মিয়া, বিশ্বজিৎ দেব রায় বিশু প্রমুখ।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কার্তিক রায় (২ জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ২ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে মারা যান। পরে তাঁর মরদেহ চালিবন্দর শ্মশানে শেষ কৃর্ত্য সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি