সাহিত্যাঙ্গনে জলকন্যা সুনামগঞ্জের প্রতিনিধিত্ব করুক – নাদের বখত

5

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
জলকন্যা সাহিত্য পরিষদের ত্রৈমাসিক প্রকাশনা জলকন্যার প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত বলেছেন, সাহিত্য মানুষকে ভালোর পথ দেখায়, সাহিত্য সমাজ সংস্কারের হাতিয়ার, জল-জ্যোৎস্নার শহরে জলকন্যার প্রকাশনা সাহিত্যের নতুন এক অঙ্গণ। আশা করি সাহিত্যাঙ্গনে জলকন্যা সুনামগঞ্জের প্রতিনিধিত্ব করবে। মানুষের মাছে সুনামগঞ্জের সুনাম পৌছে দেবে। আলোকিত মানুষ সৃষ্টি করবে এ পৌর শহরে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে, জলকন্যা সাহিত্য পরিষদের সভাপতি শিক্ষাবিদ কোহিনুর বেগমের সভাপতিত্বে ও জলক্যান সম্পাদক, প্রভাষক মশিউর রহমানে সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন, লেখক সুখেন্দু সেন, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।
স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হিমাদ্রী শেখর ভদ্র। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রকাশক মামুন সুলতান, প্রভাষক আবু সুফিয়ান, কবি, লেখক প্রভাষক ফজলুল হক দোলন, সমবায় কর্মকর্তা কবি মাসুদ আহমেদ, প্রভাষক সবিতা ভৌমিক, প্রভাষক মীর মোশারফ হোসেন প্রমুখ।