ঈদের ছুটিতে ওসমানী হাসপাতালে সেবা স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা

5

স্টাফ রিপোর্টার :
ঈদের ছুটিতে সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা নিয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দু’দিন বন্ধ থাকবে হাসপাতালের বর্হিবিভাগের সেবা কার্যক্রম। তবে অভ্যন্তরিণ সেবা কার্যক্রম থাকবে স্বাভাবিক।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মাহবুবুর রহমান ভূইঁয়া জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু’দিন হাসপাতালের বর্হিবিভাগের সেবা কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি ও অভ্যন্তরিণ বিভাগের সেবা কার্যক্রম স্বাভাবিক থাকবে। অভ্যন্তরিণ রোগীদের ঔষধ সরবরাহ করতে জরুরি বিভাগের পাশের ফার্মেসি ২৪ ঘন্টা খোলা থাকবে।
হাসপাতালের পরিচালক জানান, রোগীদের সেবা নিশ্চিতে মিডলেভেল ও ইন্টার্ন চিকিৎসকের ৫০ শতাংশ ঈদের ছুটিতে দায়িত্ব পালন করবেন। পর্যাপ্ত সংখ্যক নার্সও রোগীদের সেবায় নিয়োজিত থাকবেন। সে অনুযায়ী চিকিৎসক ও নার্সদের রোস্টার তৈরি করা হয়েছে। ঈদের ছুটিতে যাতে রোগীদের চিকিৎসা সেবায় কোন ধরনের সমস্যা না হয় সেজন্য সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে।