সুরমা নদীর তীরের কালিঘাট অংশে ৩০টি স্থাপনা উচ্ছেদ

11

স্টাফ রিপোর্টার :
নগরীর সুরমার তীরের কালিঘাট অংশের ৩০টি স্থাপনা উচ্ছেদ করেছে সিলেট জেলা প্রশাসন। জেলা প্রশাসন, সিটি করপোরেশন, মহানগর পুলিশ ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে গঠিত টিম এই অভিযানে ৬ দিনে প্রায় ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
গতকাল শনিবার নগরীর কালীঘাট ও খেয়াঘাট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় ছোট-বড় ৩০টি দোকানঘর উচ্ছেদ করা হয়।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নদীর তীর দখলমুক্ত করতে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে। এখন পর্যন্ত প্রায় ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল শনিবার কালীঘাট ও খেয়াঘাট এলাকার নদীর তীরের প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়।