সুনামগঞ্জে নদীর পানি বাড়ছে, ঝুঁকিতে ফসলরক্ষা বাঁধ

6

একে কুদরত পাশা সুনামগঞ্জ থেকে :
পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার মাত্র ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে। পানি বাড়ার ফলে সবকটি হাওর ঝুঁকির মধ্যে রয়েছে।
অন্যদিকে ঢলের পানিতে রোববার রাত থেকে দিরাইয়ে হুরামন্দিরা হাওরের ৪২ নম্বর পিআইসি বাঁধের সাতবিলা রেগুলেটর সংলগ্ন অংশ ভেঙে গেছে। তলিয়ে সুনামগঞ্জের হুরামন্দিরা হাওর।
সুনামগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, সকাল ১০টা পর্যন্ত সুরমার পানির সমতল ৫.৯৬ মিটার যা বিপৎসীমার দশমিক ৯ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আজ চেরাপুঞ্জিতে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে পানি বাড়া অব্যাহত থাকলে যেকোনো সময় নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে যেতে পারে।