রাণীগাঁওয়ে টিউবওয়েল চুরির হিড়িক

4

চুনারুঘাট থেকে সংবাদদাতা :
পবিত্র রমজান মাস, গরমের তীব্র তাপদাহে কৃষি জমি বোরো ধান ক্ষেতে সেচ মেশিন দিয়ে পানি দেওয়ায় এবং চৈত্র মাসে যখন সবদিকে পানির জন্য হাহাকার এই পানিসংকট মুহূর্তেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁও ইউনিয়নে এখন টিউবওয়েল চুরির হিড়িক পড়েছে। উত্তর রাণীগাঁও এলাকার বাদল দেব, রাণীগাঁও পূর্ব বাজারের পালবাড়ির সুমন বৈদ্য, রাখেশ দেব নাথ ও পাঁচগাতিয়া গ্রামের নাসির মিয়া সহ ইউ/পি’র বিভিন্ন গ্রাম থেকে এক সপ্তাহে প্রায় ২২টি টিউবওয়েলের মাথা চোরেরা সন্ধ্যার পর চুরি করে নিয়ে গেছে। ইদানিং চোরেরা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বিভিন্ন বাড়ি থেকে টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে যাওয়ায় ভুক্তভোগীদের মাঝে সংশয় দেখা দিয়েছে এবং টিউবওয়েল চুরির সংবাদ এখন ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে হাট বাজারে আলোচনা সমালোচনার ঝড় বইছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন চোর গ্রেফতার হয়নি ও চুরি হয়ে যাওয়া কোন টিউবওয়েলও উদ্ধার হয়নি। চুরি প্রতিরোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন রাণীগাঁও এলাকার সচেতন মানুষ।