জগন্নাথপুরে হাওরে কাঁচা ধান ও নদী ভর্তি পানি, শংকিত কৃষক

7
জগন্নাথপুরে হাওরে কাঁচা ধান।

মো. শাহজাহান মিয়া জগন্নাথপুর থেকে :
সুনামগঞ্জের জগন্নাথপুরে নদ-নদীতে পাহাড়ি ঢলের পানি বেড়েই চলছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শঙ্কিত হয়ে পড়েছেন কৃষকরা। এক দিকে নদী ভর্তি পানি ও অন্য দিকে হাওরে কাঁচা ধান রেখে রীতিমতো নির্ঘুম রাত কাটাচ্ছেন কৃষক সহ স্থানীয়রা। পানির চাপে ঝুঁকিতে পড়েছে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ। এর মধ্যে ভূরাখালি ও মইয়ার হাওরের কলইকাটা এলাকায় নির্মিত বাঁধ বেশি ঝুঁকিতে আছে। বর্তমানে বাঁধ রক্ষায় দিনরাত পাহারা বসানো হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, পিআইসি কমিটি ও স্থানীয় কৃষকরা বাঁধ রক্ষায় প্রাণপণ চেষ্টা করছেন। যেখানেই বাঁধে ফাটল দেখা দেয়, সেখানেই দ্রুত চলে মাটি ভরাট কাজ। এভাবেই সকলের সমন্বিত চেষ্টায় কাজ চলছে। অবশেষে সকলের চেষ্টা সফল হবে কি। হাওরের কাঁচা ধান পাকতে আরো কমপক্ষে এক সপ্তাহ সময় লাঘবে। এ সময় পাওয়া যাবে তো। প্রতিদিন জমির কাঁচা ধানের দিকে চেয়ে হা হুতাশ করছেন কৃষকেরা। এবার ধান কাটা যাবে কি না এ নিয়ে সংশয় কাটছে না। রীতিমতো আশা-নিরাশায় ভুগছেন কৃষক জনতা। যদিও এখন পর্যন্ত জগন্নাথপুরে কোন বাঁধ ভাঙেনি। তবে শঙ্কা যেন পিছু ছাড়তে চাইছে না। ৫ এপ্রিল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, হাওরে কাচা ধান যেন তাড়াতাড়ি পাকার চেষ্টা করছে।